গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে, রাত ১০টা ৫৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পৌনে আটটায় মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নেভাতে কোনাবাড়ি ফায়ার স্টেশনের ০২টি, চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনে ০৩টি এবং সারাবো ফায়ার স্টেশনের ১টি মিলিয়ে ৭টি ইউনিট কাজ করে।
তবে, এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুরে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।